• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৪:৫৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৪:৫৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে ছাত্রদল নেতাকে দেখতে গিয়ে পদ হারালেন বিএনপি নেতা

৬ মার্চ ২০২৫ বিকাল ০৫:৩৩:৪৪

শ্রীপুরে ছাত্রদল নেতাকে দেখতে গিয়ে পদ হারালেন বিএনপি নেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ছাত্রদল নেতা গ্রেফতারের সংবাদে ঘটনাস্থলে গিয়ে বহিস্কার হলেন বিএনপি নেতা। উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইন্দ্রবপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত দিনে মাওনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছি। রাজনৈতিক মামলা ও হামলার শিকার হয়েছি। গত ৩ মার্চ রাতে বনি নামের এক ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করে ইন্দ্রবপুর বাজারে নিয়ে আসে। এসময় স্থানীয়রা আমাকে খবর দেয়। বাজারে গিয়ে আটকের বিষয়ে জানতে চাইলে পুলিশ বনিকে ছাত্রলীগ কর্মী বলে আটক করেছে বলে আমাকে জানায়। পুলিশ তার কিছু ভিডিও ছবি আমাকে দেখায়। বিষয়টি জেনে আমি ঘটনাস্থল থেকে চলে চলে আসি। রাকিবুল ইসলাম বনি বর্তমান ৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক। একটি পক্ষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বনিকে আটকে আমি পুলিশের কাজে বাধা দিয়েছি। এরকম সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কিন্তু পুলিশের কাজে কোনো বাধা দেইনি। এ ব্যাপারে মাওনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমার কাছে কোনো ব্যাখা না চেয়ে, আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করেছে। আমি একজন নির্যাতিত কর্মী হিসেবে দলের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার বহিষ্কারের আদেশ তুলে নেওয়ার জোড় দাবি জানাচ্ছি।

এব্যাপারে মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জিকির হোসেন জানান, আমরা রাকিবুল ইসলাম বনির ব্যাপারে অভিযোগ পেয়ে তাকে আটকের জন্য যায়। আটকের ব্যাপারে কোনো বিএনপি নেতা বাধা প্রদান করেনি।

মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিনহাজ উদ্দিন সরকার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে সাইফুল ইসলাম তর্কে জড়িয়েছেন। যা পরবর্তিতে সোসাল মিডিয়য়া ভাইরাল হয়। যার পেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১