পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে আটক করেছে র্যাব। এসময় ককটেল ও পেট্রোল বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।
১৫ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার অরনকোলা গরুর হাটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ঈশ্বরদী পৌর সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনী এলাকার আব্দুল ওহাবের ছেলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আউয়াল কবির (৩৮) ও নুর মহল্লা ফতে মোহাম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩)।
বুধবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক। তিনি জানান, স্বেচ্ছাসেবক দলনেতা আউয়াল কবির ও তার সহযোগিরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে পিকেটিং, গাড়ি ভাংচুরসহ ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এসময় ককটেল, পেট্রোল বোমা তৈরির কাজে ব্যবহৃত বেশকিছু জর্দার কৌটা, খালি কাঁচের বোতল, ভাঙ্গা কাঁচের টুকরা, এয়ারগানের পিলেট, তারকাঁটা ও স্কচটেপসহ তাদের আটক কর হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available