• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩০:৫৭

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামে এক বাংলাদেশী যুবকের নিহত হয়েছেন। ৩১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাংলাবান্ধা ইউপির অন্তর্গত দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮নং মেইন পিলারের ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে।

নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে গরু ব্যবসায়ী আইনুল হক সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীর ৪৪৮নং মেইন পিলার অতিক্রম করে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়েন। রাত ২টার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সীমান্তের লোকজন। সকালে ভারতে থাকা দূরসম্পর্কীয় আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন মহানন্দা নদীর তীর সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে আইনুলের মরদেহ পড়ে রয়েছে। খবরটি জানাজানি হলে সকাল থেকেই দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রচুর লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে ছুটে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে যোগাযোগ করেন। মরদেহ শনাক্তসহ মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। তবে বুধবার দুপুরের আগেই বাংলাবান্ধার দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতে ফাঁশিদেওয়া থানা এলাকার বিএসএফ সদস্যরা মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের বড় ভাই আজিজুল হক বলেন, আইনুল আমার ছোট ভাই। সে গরু ব্যবসার সাথে জড়িত ছিলো। এ পেশায় না থাকতে বারবার নিষেধ করছিলাম। মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সাথে সে গরু আনতে ভারতীয় সীমান্তে যায়। রাত আড়াইটার দিকে গুলির শব্দ শুনতে পাই। বুধবার সকালে ভারতে থাকা আত্মীয়-স্বজনের কাছে ফোনে জানতে পারি ভারতের কাটাতারের বেড়ার কাছে তার মরদেহ পড়ে ছিলো। পরে মরদেহ বিএসএফ ভারতে নিয়ে গেছে।  

বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের কমান্ডার আব্দুর রহমান জানান, এ বিষয়ে এখনও কিছু বলতে পারছি না। কারণ আমরা এখনও নিশ্চিত হতে পারিনি যুবকটি আইনুল হক কিনা। বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, মঙ্গলবার গভীর রাতে ভারতের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে। এ ঘটনায় গরু ব্যবসায়ী আইনুল মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্ণেল যুবায়েদ হাসান বলেন, ভারতের শূন্য রেখায় একটি মরদেহে দেখা যায়। মরদেহ শনাক্ত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩