• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৯:৪০ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৯:৪০ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

২৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৪৮:২৮

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণ ও সীমান্তে ভারত-বাংলাদেশিদের ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ না করা, সীমান্তে সংক্রান্ত যেকোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা এবং উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব না ছড়ানো এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান হতে বিরত থাকতে বলা হয়েছে।

এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন, কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী এবং ভারতীয় বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি অরুণ কুমার গৌতম মালদা সেক্টর। এছাড়াও উক্ত সম্মেলনে লে. কর্নেল, গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অর্ডন্যান্স, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্টাফ অফিসার ও বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং বিএসএফ এর স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭