• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৯:২১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৯:২১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবগঞ্জে পিটিয়ে হত্যার ১১ দিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ

১৯ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১১:০৬

শিবগঞ্জে পিটিয়ে হত্যার ১১ দিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রঘুনাথপুর সীমান্তে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার ১১দিন পর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফ-বিজিবি ও পুলিশ উপস্থিত ছিলেন। নিহত বারিকুল ইসলাম উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুল পাড়া গ্রামের সেতাউরের রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, গত ৭ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১০/২ থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বারিকুল ইসলাম। এ সময় ভারতীয় বাজিতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি বিএসফের হেফাজতে এতদিন ছিল।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, আজ বিকেলে সোনামসজিদ সীমান্ত এলাকা দিয়ে বারিকুল ইসলামের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। এ সময় বিজিবি, পুলিশ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে সীমান্ত এলাকায় বারিকুল ইসলামের নিহতের ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছিল বিজিবি। এরপরে আজ তার মরদেহ ফেরত দেয় বিএসএফ বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭