• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৫:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৫:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জের থানাগুলো সচল করতে বিকেএমইএ’র ৪০ লাখ টাকা সহায়তা

১৮ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:২৬:২৮

নারায়ণগঞ্জের থানাগুলো সচল করতে বিকেএমইএ’র ৪০ লাখ টাকা সহায়তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জ জেলার চারটি থানায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কম্পিউটারসহ বিভিন্ন মালামাল সরবরাহ থানায় নানা সামগ্রী সরবরাহ করেছে নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ। ১৮ আগস্ট রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সরবরাহকৃত সামগ্রীর মধ্যে ১৭ সেট কম্পিউটার, ডিপ ফ্রিজ একটি, কম্পিউটার স্ক্যানার দুটি, ফটোকপি মেশিন দুটি, ল্যাপটপ দুটি, টেলিভিশন ৬টি, ফাইল কেবিনেট ১০ সেট, আলমারি ৫ পিছ, সিলিং ফ্যান ১৫০ পিছ, চেয়ার, টেবিল, মেট্রেসসহ খাট, স্টেশনারি সামগ্রী, আসবাবপত্রসহ প্রয়োজনীয় ইত্যাদি বিভিন্ন মালামাল হস্তান্তর করেন।

তিনি আরও জানান, জনগণের জরুরি এবং প্রাত্যহিক সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের আহ্বানে বিকেএমইএ’র উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। ভবিষ্যতে আরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান। এটা আমাদের দায়িত্ববোধ থেকেই করেছি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, শনিবার দুপুরে হাতে সামগ্রীগুলো তুলে দেন বিকেএমইএ ব্যবসায়ী সংগঠন। এতে আমাদের থানাগুলোর সেবা পরিক্রমা পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করতে পারব। কারণ হামলার ঘটনায় থানাগুলোর আলমারি, চেয়ার, কম্পিউটার আসবাপত্রসহ সকল সরঞ্জাম প্রায় নষ্ট হয়ে গিয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩