পটুয়াখালী প্রতিনিধি: বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার প্রাণ কেড়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলা যুবদলের নেতাকর্মীরা।
১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের শের ই বাংলা সড়কে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাস ভবনের সামনে থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলকারীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেমদের উপর নির্যাতন, সাগর-রুনি হত্যাকাণ্ড, ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মীর গুম এবং সাম্প্রতিক ছাত্র জনতার উপর সহিংসতার অভিযোগ তুলে ধরেন।
এসময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির দাবি করেন, এই ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার দমনমূলক পদক্ষেপের মাধ্যমে বিরোধী দলের কণ্ঠরোধ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available