কক্সবাজার প্রতিনিধি: সাম্প্রতিককালে মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মায়ানমার হতে নিক্ষিপ্ত মর্টার শেল/গ্রেনেড বিস্ফোরণে ১ জন বাংলাদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন।
আহত ও নিহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথার্থ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখন পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি কেউ।
গণমাধ্যমের এমন খবরে বিজিবি মহাপরিচালকের নির্দেশে ১১ ফেব্রুয়ারি রোববার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান। এ সময় তিনি তার চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত মহিলার আহত দুই নাতি-নাতনিকে দেখতে যান। সেখানে তিনি তাদের খোঁজ খবর নেন এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available