• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৫:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৫:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচনকে ঘিরে টেকনাফে মাঠে নেমেছে বিজিবি

২৯ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫০:৪১

নির্বাচনকে ঘিরে টেকনাফে মাঠে নেমেছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারাদেশের মত কক্সবাজারের টেকনাফেও মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধীনস্থ দুই প্লাটুন বিজিবি মাঠে টহল দিতে শুরু করেন। তবে পর্যায়ক্রমে উপজেলা জুড়ে ৬ প্লাটুন বিজিবি টহল দেবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

টহলের যৌথ নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবির কয়েকটি গাড়ি টেকনাফ পৌরসভা এবং সাবরাং ইউনিয়নমে বিভিন্ন এলাকায়সহ মেরিন ড্রাইভ এলাকায় টহল দিচ্ছে।

এ বিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী জানান, জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবিসহ আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। এছাড়া কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সাথে সাথে আইনি প্রদক্ষেপ নিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল প্রার্থী যাতে সমান ভাবে প্রচারণা চালাতে পারে, সে বিষয়ে আমরা কাজ করছি। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে টেকনাফে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

টেকনাফ-২ বিজিবি উপঅধিনায়ক মেজর মাসুদ রানা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টেকনাফের বিভিন্ন এলাকায় একাধিক প্লাটুন বিজিবি টহল শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩