ঢাকা কলেজ প্রতিনিধি: ‘শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞানের শক্তিঘর’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ৯ম আন্তর্জাতিক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এবারের প্রদর্শনীতে প্রজেক্ট ডিসপ্লের জন্য নিবন্ধন করে ১৫০টি দল এবং কুইজ ও অলিম্পিয়াডের ২৮ পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় এক হাজার শিক্ষার্থী।
২৬ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক এম এ মামুন ৯ম আন্তর্জাতিক বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করেন । প্রদর্শনী উপলক্ষে অনলাইন ও অফলাইনে সকল পর্যায়ের শিক্ষার্থীদের দুটি মাধ্যমেই বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অফলাইন প্রতিযোগিতার মধ্যে বিজ্ঞান বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, কুইজ, গেম এবং পাজল , ডিসপ্লে ও প্রযুক্তি বিষয়ক প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল সেগমেন্ট প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।
প্রদর্শনীর শেষ দিন ২৮ নভেম্বর রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক উচ্চতর বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হলেও সময় স্বল্পতার জন্য এ প্রদর্শনী বাতিল করা হয়।
এ বিষয়ে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হালিম ইফতি বলেন, বিজ্ঞান প্রদর্শনী বিশ্বব্যাপী বিজ্ঞানের অগ্রগতিতে বর্তমান প্রজন্মের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাভাবনা প্রসারের পথ ত্বরান্বিত করবে।
বিজ্ঞান প্রদর্শনী সম্পর্কে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের চিন্তা এবং নতুন নতুন বিষয়ে তারা যেন আগ্রহী হয়ে ওঠে এজন্য আমাদের এই আয়োজন। আগামীতে বিজ্ঞানের এই প্রদর্শনী আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available