• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:১০:৩৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:১০:৩৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চেয়ারম্যান পদে কামরুল হাসানের হ্যাটট্রিক বিজয়

৩০ মে ২০২৪ সকাল ০৮:১৮:৫২

চেয়ারম্যান পদে কামরুল হাসানের হ্যাটট্রিক বিজয়

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাপ পিরিচ প্রতীকের প্রার্থী চৌধুরী কামরুল হাসান।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, চৌধুরী কামরুল হাসান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল কাউছার খান মিলকী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮০০ ভোট।

এছাড়া অ্যাডভোকেট খলিলুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫২৪ ভোট। আরও দুই চেয়ারম্যান প্রার্থী মো. ফেরদৌস ঠাকুর টেলিফোন প্রতীকে ১৫৯০ ভোট এবং মো. ফজলুর রহমান গোড়া প্রতীকে ১৪৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ৩৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উড়োজাহাজ প্রতীকে মো. শওকত হোসেন মীর জালাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৬৮৫ ভোটে বিজয়ী হয়েছেন কলস প্রতীক  মোছা. রোজী।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইটনা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ২২৪ জন ও মহিলা ভোটার রয়েছেন ৭১ হাজার ২৭৭ জন। মোট ভোট কেন্দ্র ৫৭ টি।

নবনির্বাচিত ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, আমার এই বিজয় ইটনা উপজেলাবাসীর বিজয়। আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে ও সম্মানিত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫