• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৭:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৭:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

২৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:১৪:২৭

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক লামিয়া ইসলাম পৌষি বলেন, ‘২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে, এটি চলবে ২ মার্চ পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২৪টি দল অংশগ্রহণ করবে। চার রাউন্ড বিতর্কের পর কোয়ার্টাল ফাইনালের আট দলের নাম ঘোষণা করা হবে, একই সাথে সেরা বিতার্কিকদের নাম ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘১ মার্চ শুক্রবার বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। ২ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতির জ্ঞাপন করেছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তাসিন রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হৃদয়, ৭ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক মো. রেজওয়ান হক ও শাহরিয়ার রহমান নিলয়।

এবারের বিতর্ক প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক কালবেলা, অনলাইন মিডিয়া দ্যা ডেইলি ক্যাম্পাস এবং স্থানীয় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক বিবৃতি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩