• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী টিম পথের পাঁচালি

২৯ মে ২০২৪ সকাল ১১:৩৮:৫৮

বাকৃবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী টিম পথের পাঁচালি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)  ডিবেটিং সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা 'BAUDS Intra 3.0'। বিতর্ক এবং বাংলা সাহিত্যের মেলবন্ধনে এবারের এই আয়োজন।

২৪ মে শুক্রবার ৩ রাউন্ড ট্যাব, সেমিফাইনাল এবং ফাইনালসহ মোট ৫টি রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাকৃবির প্রাঙ্গণে দক্ষ বিতার্কিক তৈরি, সিনিয়র বিতার্কিকদের নেতৃত্ববোধ জাগরণ এবং নতুন বিতার্কিকদের দেশব্যাপী চলমান বিতর্ক প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে নিয়মিতভাবে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নবীনদের বিতর্কে উৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে রাখা হয় “ট্রেইনি ডিবেটার” বিভাগ।

এবার বাংলা সাহিত্যের কিংবদন্তী রচনাসমূহের নামে অনুপ্রাণিত আটটি টিম লড়াই করে শিরোপা বিজয়ের জন্যে। ‌টিম পথের ‌পাঁচালি , টিম চাঁদের পাহাড়, টিম চন্দ্রাহত, টিম নোলক, টিম কাজল রেখা, টিম শেষের কবিতা, টিম অগ্নিবীণা, টিম ত্রিরত্ন।

এই দলগুলোর মধ্যে, টিম পথের ‌পাঁচালি, টিম চাঁদের পাহাড়, টিম শেষের কবিতা এবং টিম ত্রিরত্ন সেমিফাইনালে পৌঁছায়। ফাইনালে মো. রাকিব হাসান মুবিন, মো. রাফি ইকরাম, মো. মিসবাহ উদ্দীন হামিম এবং শেখ নাইমের টিম শেষের কবিতাকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে নেয় নুবাহ নাশিতা ফারিহাত, নাশমিন ফেরদৌস, আবদুল্লাহ আফসান এবং ফারহানা ইসলাম রুমকির টিম পথের পাঁচালি।  রানার্স আপ দল থেকে দলনেতা রাকিব হাসান মুবিন ডিবেটার অফ দা ফাইনাল হিসেবে বিবেচিত হন এবং বিজয়ী দল থেকে দলনেতা নুবাহ নাশিতা ফারিহাত টুর্নামেন্টের সেরা ডিবেটারের মর্যাদা লাভ করে।

টুর্নামেন্ট সম্পর্কে ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক সানজিদা হায়দার বলেন, “এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের জ্ঞান ও দক্ষতার স্ফুরণ ঘটে এবং তারা সামনে আরো ভালো করার অনুপ্রেরণা পায়। বাকৃবিতে বুদ্ধিবৃত্তিক আলোচনা বৃদ্ধি ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য এরকম প্রতিযোগিতা অনেক কার্যকর ভূমিকা রাখবে।”

নবীনদের মধ্য থেকে ফাইনালিস্ট শেখ নাইম বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে সিনিয়র বিতার্কিকদের সাথে একই দলে অংশগ্রহণ খুবই রোমাঞ্চকর এবং শেখার অনেক বড় এক সুযোগ ছিল।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২