পাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ব নগর পরিকল্পনা দিবস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার বিআইপি কনফারেন্স হলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগভুক্ত সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় চুয়েট ও পাবিপ্রবি। বিতর্কের বিষয় ছিল- ‘এই সংসদ নগর পরিকল্পনায় অবকাঠামো সম্প্রসারণের চেয়ে জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দিবে।’ সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করে পাবিপ্রবি এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় চুয়েট।
তীক্ষ্ণ যুক্তি ও উপস্থাপনার লড়াই শেষে বিচারকমণ্ডলীর রায়ে চ্যাম্পিয়ন হয় চুয়েট এবং দ্বিতীয় স্থান অর্জন করে পাবিপ্রবি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইপির সভাপতি ও খ্যাতনামা পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী হাসান।
পাবিপ্রবির দলনেতা মিন শাহরিয়ার নিলয় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেছি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভবিষ্যতে আরও ভালো করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অসংখ্য ধন্যবাদ জানাই আমার শিক্ষক মহোদয় দের, বন্ধুদের এবং আমার বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটিকে।
প্রতিযোগিতার পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া, গবেষণা ও ফটোগ্রাফি নিয়ে আরও কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তি বিকাশে এমন আয়োজন অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available