• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:১৮:৪৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:১৮:৪৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার

৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৪৯:২২

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে তিনদিনব্যাপী ‘হাবিপ্রবি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ শুরু হবে আগামীকাল ৭ ফেব্রুয়ারি শুক্রবার। এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বুধবার হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুন নেছা তাকিয়া।

তিনি এই প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রাষ্ট্রের পলিসি মেকিং, সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি, ইতিহাস বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধি করতে পারবে।’

এ বছর প্রথমবারের মতো আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে, যেখানে তারা তাদের বিতর্ক দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ের উপর তাদের চিন্তা প্রকাশ করতে সক্ষম হবেন।

এই বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি, তাদের চিন্তাভাবনার গুণগত মান উন্নত করতে সহায়ক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১