• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৭:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৭:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

১৭ মে ২০২৪ সকাল ০৭:৫৮:৫৬

ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের ৩৪ ও ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর হেড অফ স্ট্রেটেজি, প্লেনিং এবং পিআর, ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, পাশ করা শিক্ষার্থীরা যেন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করে। ইউআইটিএস থেকে পাশ করা শিক্ষার্থীরা আমাদের অ্যালামনাই, তারা যেন ইউআইটিএসের সাথে সবসময় যোগাযোগ রাখে। উপাচার্য শিক্ষার্থীদের ইউআইটিএসের সুনাম অক্ষুণ্ন রাখারও আহবান জানান।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল তার বক্তব্যে বলেন, জীবনে কখনো হতাশ হওয়া যাবে না। জীবন থেকে যদি হতাশা দূর করা যায় তাহলে যেকোন কিছুই অর্জন করা যাবে। যখন কঠিন সময় আসবে তখন নিজেকে গুটিয়ে নিয়ে আগামীর জন্য তৈরি করতে হবে, যেন সামনের কঠিন সময় মোকাবেলা করা যায়। তিনি বিদায়ী শিক্ষার্থীদের প্রফেশনাল হওয়া ও সেই সাথে কারও দুর্বলতার সুযোগ না নেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আয়শা আকতার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম । 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. মঞ্জুরুল হাসান সাজিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩