• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৯:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৯:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৩৬:৪৬

রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ‘এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের’ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের পূর্ব বাঘাইকান্দি এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত। 

৭ ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক মো. আবু মুসা সভাপতিত্ব করেন এবং সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন অনুষ্ঠানের পরিচালনা করেন। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. রফিকুল হক। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জাজু, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি নিকচান সরকার, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহির মিয়া, নরসিংদী জেলা নাসিবের প্রেসিডেন্ট কে. এম রুস্তম আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব সরকার, সাবেক সাধারণ সম্পাদক এম এ ফকির কাউছার, বর্তমান ছাত্র লীগের সভাপতি আব্দুর রহমান নাহিদ, সহ-সভাপতি হৃদয় সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

উপস্থিত বক্তরা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকেই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে বক্তারা আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩