• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২২:২৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২২:২৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউতে গাইবান্ধা সমিতির নবীন বরণ-বিদায় সংবর্ধনা

৯ মার্চ ২০২৪ সকাল ০৮:৩৪:৩৪

ডিআইইউতে গাইবান্ধা সমিতির নবীন বরণ-বিদায় সংবর্ধনা

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গাইবান্ধা জেলা ছাত্র সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ শুক্রবার বেলা ২টায় রাজধানীর উত্তর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলার ছাত্রদের সমন্মিত এই সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সভাপতি ফোরকানুর জামান মেহেদী ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সৌরভ মিয়া।

আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্র জেলা সমিতির সহ-সভাপতি রেদওয়ানুল হাসান সিজান, দফতর সম্পাদক আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক বিজয়, অর্থ সম্পাদক মোসাদ্দেক, ব্লাড বিষয়ক সম্পাদক সৌরভ গাঙ্গুলীসহ সমিতির সকল সদস্য নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান, সিএসই বিভাগের প্রভাষক সিফাত জাহান সেতু এবং প্রভাষক মোকছেদউল ইসলাম, সিভিল বিভাগের প্রভাষক মো. সাহেদ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে গড়ে উঠার তাগিদ দেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি বিভিন্ন ক্লাব, গবেষণাগার এবং লাইব্রেরিতে সক্রিয় হয়ে একজন দক্ষ মানব সম্পদ রূপে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার নির্দেশনা ও পরামর্শ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ