• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৬:৩৯ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৬:৩৯ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীতে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

১৭ জুলাই ২০২৪ বিকাল ০৩:১৬:১৮

রাজশাহীতে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে হত্যা মামলার আসামী ও বিদেশী পিস্তলসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর আভিযানিক দল।

১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো- মৃত জামাল উদ্দিনের ছেলে মো. তরিকুল (২৫) ও মো. মকিমের ছেলে সেলিম রেজা (২৬)। তারা উভয় বাঘার হরিরামপুর গ্রামের স্থায়ী বাসীন্দা।

অভিযানে আসামিদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব। অপরজন চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-।

একই দিন দুপুরে মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা আরিফ (২২) কে আটক করে র‌্যাব সদস্যরা।

এরআগে ১৫ সোমবার জুলাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় সংক্রান্ত দ্বন্দ্বে আরিফ ভিকটিম নুরুল ইসলামকে ধারালো হাসুয়া দিয়ে হত্যা করে তৎক্ষণাৎ পালিয়ে যায়। আসামী আরিফ ও নিহত ভিকটিম নুরুল ইসলাম একই এলাকার প্রতিবেশী। 

গ্রেফতার ব্যক্তি দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকার মো. মজিজুল ইসলাম তোতার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭