• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৬:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৬:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকার বাজার

৪ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৬:০৬

খাগড়াছড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকার বাজার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাম্প্রতিক চতুর্থ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কয়েক হাজার পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াতে এক টাকায় বাজার করার সুবিধা দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের মাঠে খাগড়াছড়ি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এক টাকায় বাজার কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

এক টাকার বাজার কার্যক্রমের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর সেনা জোনের অধিনায়ক লেফ. কর্নেল আবুল হাসনাত জুয়েল, ৩০ বীর খাগড়াছড়ি রিজিয়নের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর মো. জাবির সোবাহান মিয়াদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।

উদ্বোধনকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, বন্যা দুর্গত স্বল্প আয়ের মানুষ সাধারণত বাজার থেকে উচ্চমূল্যে জিনিসপত্র কিনতে পারেন না তাদের সহায়তা করার জন্য মূলত এই ধরনের বাজারের উদ্যোগ নেয়া হয়েছে। বাজার থেকে একজন ক্রেতা মাত্র ১ টাকায় এক হাজার টাকা মূল্যের ভোগ্যপণ্য কিনতে পারবেন। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রিজিয়ন কমান্ডার। এছাড়া ১০টি বন্যা দুর্গত পরিবারকে পুনর্বাসনের জন্য নির্মাণ সামগ্রী ও গবাদিপশু দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন বর্তমান বাজার পরিস্থিতি ও বন্যার্তদের কথা বিবেচনা করে হতদরিদ্রের মাঝে বিনা স্বার্থে মাত্র এক টাকার বিনিময়ে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য বিক্রয় করার উদ্যোগ নিয়েছেন। যা সত্যিই মানবিক এবং প্রশংসনীয়।

এক টাকার বাজার থেকে বন্যা দুর্গত একজন ক্রেতা এক টাকায় চাল, মুরগী, মাছ, পেঁয়াজ, ডাল, তেলসহ ১৯টি ভোগ্যপণ্যের মধ্যে ৭টি পণ্য প্রয়োজন অনুসারে ক্রয় করতে পারবেন। এক দিনের এই বাজার থেকে স্বল্প আয়ের ৫শ মানুষ তাদের ভোগ্যপণ্য ক্রয় করেছেন। এমন উদ্যোগে খুশি তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩