• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫০:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

বকশিবাজারে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

৩০ আগস্ট ২০২৩ সকাল ০৮:২৫:৪৬

বকশিবাজারে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বকশিবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখ শাহিন (৪৫) নামে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

২৯ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজারের বকশিবাজার এলাকার উমেশ দত্ত রোডে বিদ্যুতের লাইনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহিনের সহকর্মী মোহাম্মদ ফারুক হোসেন জানান, বিদ্যুতের পুলের সঙ্গে মই দিয়ে দাঁড়িয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শাহিন। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহিন দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-৩) সরকারি বিদ্যুৎকর্মী ছিলেন।

তিনি আরও জানান, শাহিনের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। বর্তমানে ঢাকার নবাবগঞ্জ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩