মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: তীব্র গরমের মধ্যে বিভিন্ন এলাকায় দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না থাকায় শিল্প নগরী মাধবদীতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে ১০-১২ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরম ও তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে ব্যস্ত এই নগরী।
২ মে বৃহস্পতিবার বিকালে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি-১ এর আয়োজনে সু-শাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র বাস্তবায়নের লক্ষ্যে ও বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. আবু বকর শিবলী। এ সময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি-১ এর সদর দপ্তরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত অংশীজন সরাসরি এবং ২টি জোনাল অফিস মাধবদী ও ঘোড়াশাল ১টি সাব জোনাল অফিস তালতলীর কর্মকর্তা ও কর্মচারী ও গ্রাহকরা অনলাইনে অংশগ্রহণ করেন।
সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এজিএম (সদস্য সেবা) পরিতোষ দাস। অংশীজনদের মাঝে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, সমাজ সেবক, মিডিয়া ব্যক্তিত্ব, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধি ও গ্রাহকবৃন্দ।
এ সময় অংশীজনরা বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করলে জেনারেল ম্যানেজার মো. আবু বকর শিবলী বিষয়গুলো শুনে সমাধানে আরও দ্রুত ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
চলমান বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা জাতীয় সমস্যা। বিদ্যুৎ জাতীয় সম্পদ। আমরা চেষ্টা করছি, দ্রুত এর সমাধান করতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available