• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৪:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৪:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোরেলগঞ্জে বিধবার বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট

৬ জুলাই ২০২৪ দুপুর ১২:৩৭:৪৬

মোরেলগঞ্জে বিধবার বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৫ জুলাই শুক্রবার ভোর রাত ৪টার দিকে পৌরসভার ভাইজোড়া গ্রামে বিধবা শ্যামলী বেগমের বসঘরে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

হামলাকারীরা প্রথমে শ্যামলী বেগমের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুতে তাকে ও তার দুই সন্তানকে বেঁধে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নেয়। পরে দোতলা টিনের বসতঘরটি ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয়। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেন, ভোররাতে ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়। তার আপন বোন লাকী ইয়াসমিনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন শ্যামলী বেগম।

হামলা ও ভাঙচুরের বিষয়ে জানার জন্য অভিযুক্ত লাকী ইয়াসমিনের সাথে যাগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারণে এক বোন অপর বোনকে উচ্ছেদের জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩