• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৮:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

চলে গেলেন অস্কারপ্রাপ্ত অভিনেত্রী অ্যানা মারগুইয়া

৩ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০৩:৫০

চলে গেলেন অস্কারপ্রাপ্ত অভিনেত্রী অ্যানা মারগুইয়া

বিনোদন ডেস্ক: অস্কারজয়ী অ্যানিমেটেড ‘কোকো’ সিনেমার ভয়েস আর্টিস্ট ও মেক্সিকান অভিনেত্রী অ্যানা ওফেলিয়া মারগুইয়া না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০।

৩১ ডিসেম্বর রোববার মারা গেছেন তিনি। অ্যানা ওফেলিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মেক্সিকোর ন্যাশনাল ফাইন আর্টস ইনস্টিটিউট। তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

এক বিবৃতিতে মেক্সিকোর সংস্কৃতি সচিব আলেজান্দ্রা ফ্রাস্টো গুয়েরেরো জানান, অ্যানা ওফেলিয়া আমাদের বর্তমান বাস্তবতায় এক বিশাল শূন্যতা সৃষ্টি করে গেছেন।

তথ্য সূত্রে জানা যায়, ২০১৭ সালে মুক্তি লি আঙ্করিচ নির্মিত সিনেমা ‘কোকো’ মুক্তি পায়। সিনেমায়, ১২ বছরের বালক মিগেল গান ভীষণ ভালোবাসে। আর গান শেখার কারণে মৃতদের দেশে চলে যায় বালকটি।

মূলত ছেলেটির দাদির চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অ্যানা ওফেলিয়া। ৯০তম অস্কারের বেস্ট অ্যানিমেশন ফিল্ম ও বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা পুরস্কার অর্জন করে সিনেমাটি।

উল্লেখ্য, অ্যানা ওফেলিয়া মেক্সিকো শহরে জন্ম নেন ১৯৩৩ সালে । তার দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চসহ ৭০টি নাটক ও ৯০টি সিনেমায় অভিনয় করেছেন। আর কাজের স্বীকৃতিস্বরূপ মেক্সিকোর গোল্ডেন অ্যারিয়েল অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাও পান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩