স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের প্রস্তুতি নিচ্ছে ফ্রাঞ্চাইজি দলগুলো। এরই প্রস্তুতি হিসেবে এখন থেকেই ব্যস্ত তারা দল গোছাতে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবার তাদের দল পরিবর্তন করেছেন। দলগুলো বিদেশী ক্রিকেটারদেরও সরাসরি চুক্তিতে দলে ভেড়াচ্ছে।
২০২৪ এর শুরুতেই অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলে আফগান তারকা ইব্রাহীম জাদরান এবার খেলবেন ফরচুন বরিশালের হয়ে। নিজেদের অফিসিয়াল ফেসবুব পেইজে এক পোস্টের মাধ্যমে এমটাই নিশ্চিত করেছেন তারা। এর আগে বরিশাল দলে খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। এদিকে ওপেনার তামিম ইকবালকে এবার নিজেদের দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। গত আসরে দারুণ পারফরমেন্স করেও শিরোপার খুব কাছ থেকেই ফিরতে হয়েছে ফরচুন বরিশালকে।
তবে এবারের মৌসুমে বরিশাল ছাড়ছেন সাকিব তাই এ ফ্রঞ্চাইজিকে এবার ভরসা রাখতে হচ্ছে ওপেনার তামিম ইকবালের উপর। খেলার সূচি এখনও চুরান্ত না হলেও ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তায় বিপিএলের পরবর্তি আসর বসছে এটা মোটামুটি নিশ্চিত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available