আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। খবর: সিএনএন।
৯ আগস্ট শুক্রবার প্লেনটি বিধ্বস্ত হয় বলে ভয়েপাস এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে। এতে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।
উড়োজাহাজটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাওপাওলো যাচ্ছিল। জিওলোকেশনের মাধ্যমে সিএনএন নিশ্চিত হয়েছে, ভিনহেদো শহরের আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়।
ব্রাজিলের প্রতিরক্ষা বিভাগ জানায়, বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটি একাধিক বাড়ির ওপর পড়ে। তবে ওই আবাসিক এলাকায় কেউ নিহত বা আহত হননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। এরপর ধূসর ধোঁয়া উপরে উঠতে থাকে।
এদিকে বিধ্বস্তের পরপরই উদ্ধাকারীরা ঘটনাস্থলে ছুটে যান। দেশটির কয়েকটি সংস্থা উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available