কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের ফিরোজ ডেন্টালসহ দুটি ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করেন।
এ সময় পৌরসভার স্যানেটারি কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত বছর উপজেলা প্রশাসন অভিযান চলাকালে ফিরোজ ডেন্টাল ক্লিনিক বন্ধ করে সটকে গিয়ে রক্ষা পেয়েছিলেন চিকিৎসক ফিরোজ হোসেন।
ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, কালীগঞ্জের বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকৎসার অভিযোগ উঠেছে। এর ভিত্তিতেই শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালানো হয়।
এ সময় ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মূল্য তালিকা ও প্রতিদিন চিকিৎসক না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে ক্লিনিকের মালিক ফিরোজ হোসেনকে পাওয়া যায়নি জানিয়ে এ কর্মকর্তা বলেন, তাকে ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে ক্লিনিকটিতে তার সহকারী জামাল হোসেন রোগী দেখছেন। এরপর একই মার্কেটের ঢাকা ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা
করা হয়েছে।
উল্লেখ্য, ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজ হোসেনের বিরুদ্ধে অপচিকিৎসাসহ অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ নিয়ে রোববার গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এরপরই অভিযান চালানো হলো।
এ বিষয়ে জানতে ক্লিনিকের মালিক ফিরোজ হোসেনের ফোনে কল দিলে ‘এখন কথা বলার সময় নেই’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available