• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:১৭:২৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:১৭:২৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইউজিসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে কুয়েটে বিক্ষোভ

১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০০:৫৫

ইউজিসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে কুয়েটে বিক্ষোভ

খুলনা ব্যুরো: ইউজিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আলমগীরের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েট শাখা। ছাত্রদের এই আন্দোলনের সাথে কুয়েটের কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করে যোগদান করেছেন।

১ সেপ্টেম্বর রোববার কুয়েট থেকে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেস ক্লাবের সামনে পৌঁছায় কুয়েটের শিক্ষার্থী ও কর্মচারীরা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলমগীরকে ইউজিসির পদ থেকে সরানোর দাবিতে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাফতি আসারী সাব্বির, মো. জাহিদ, গালিব জাহান, সাজ্জাদ তানভির নাহিম, ভিসির পিএস মো. এমদাদুল মোড়ল, সিনিয়র ল্যাব অ্যাটেন্ডেন্ট মো. আতাউর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কুয়েটের ভিসি থাকাকালে ড. আলমগীর নিয়োগ বাণিজ্য ও প্রকল্পের টাকা লুটপাট করে। সরকারি প্রকল্পের অর্থ তছরুপ করেছেন। তিনি ভিন্ন মত দমনে ছাত্রলীগকে সরাসরি তার নির্যাতনের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। মদ্যপ অবস্থায় মারা যাওয়া তার অন্যতম হাতিয়ার মেহেদী হাসানের ম্যুরাল ক্যাম্পাসে স্থাপন করে তাকে স্মরণীয় করে রেখেছেন। তিনি কুয়েটকে ধ্বংস করেছেন।

তিনি ইউজিসির চেয়ারম্যান থাকলে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করবেন বলেও মন্তব্য করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫