স্টাফ রিপোর্টার গাজীপুর: লাখো মুসল্লির অংশগ্রহণে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত মুসুল্লিসহ জুমার এই জামাতে গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণরা অংশ নেন।
২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১ টা ৩৬ মিনিটে জুমার খুৎবা শুরু হয়। ১ টা ৪৬ মিনিটে নামাজ পড়ানো শুরু করেন মওলানা জুবায়ের।
ইজতেমা ময়দানের ১৬০ একর জায়গা ছাপিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপড়া রোড, তুরাগের দুই পাড়, বাসাবাড়ির ছাদসহ আশপাশের বিভিন্ন এলাকা মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেশের লাখ লাখ মুসল্লি ছাড়াও ৪৭টি দেশের ২ হাজারের অধিক মুসল্লিরা এ নামাজে অংশ নেন।
নামাজ শেষে ইজতেমায় আগত মুসল্লিরা ময়দানে অবস্থান নেন। আশপাশ থেকে আসা মুসল্লিরা পায়ে হেঁটে ময়দান থেকে চলে যা। অতিরিক্ত মানুষের চাপের ফলে পুরো এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
জুমার নামাজে অংশ নিতে কয়েকটি সড়ক ও ফাঁকা জায়গায় ২-৩ ঘণ্টা আগেই মুসল্লিরা বসে যান। অনেকেই জায়গা না পেয়ে যে যেখানে পারেন নামাজের জন্য বসে যান। ইজতেমা ময়দানের আশপাশে কিছু জায়গায় মহিলাদেরও নামাজের প্রস্তুতি নিতে দেখা যায়।
তবে ওজুর পানির জন্য ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। ময়দানের মধ্যে অবস্থান নেওয়া মুসুল্লিদের ওজুর সমস্যা না হলেও বাহিরের মুসল্লিরা ভোগান্তিতে পড়েন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available