মো. মোরশেদ আলম, স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বিশ্ব ইজতেমায় শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে কাটছে মুসল্লিদের তৃতীয় দিনের সময়।
বিশ্ব ইজতেমায় অংশ নেয় বিভিন্ন বয়সের মুসল্লিরা বলেন, এক সময় এক পর্বেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো। মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় ও ময়দানে জায়গা না হওয়ায় বিশ্ব ইজতেমা এখন দুই পর্বে অনুষ্ঠিত হয়।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
বিশ্বের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনতে বাংলাদেশসহ বিশ্বের ৪৭টি দেশের লাখ লাখ মুসল্লি সমবেত হয়েছেন বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে মুসল্লিরা ধর্মীয় শিক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কনকনে শীত উপেক্ষা করে অংশ নিয়েছেন বিশ্ব ইজতেমায়।
প্রথম পর্বের বিশ্ব ইজতেমার তৃতীয় দিন ৩ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর হিন্দিতে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। পরে তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার তৃতীয় দিন।
এর আগের দিন ২ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে লাখ লাখ মুসল্লি সমবেত হয়ে এক সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এ নামাজের ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
৩ ফেব্রুয়ারি শনিবার সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া সাতজন মুসল্লি ও একজন পুলিশের মৃত্যু হয়েছে। বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার আয়োজকরা। পরে ইজতেমা ময়দানে তাদের জানাজা শেষে মরদেহ স্বজনরা নিয়ে যান।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান জানান, এ পর্যন্ত বিশ্ব ইজতেমায় সাতজন মুসল্লির ও একজন পুলিশের মৃত্যু হয়েছে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমা বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available