আশুলিয়া প্রতিনিধি: র্যালী, নাটিকা প্রদর্শনী, মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় কারিতাসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ায় কারিতাস উদ্যম প্রকল্প গণকবাড়ি শাখার উদ্যোগে এসকল কর্মসূচি পালন করা হয়।
কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি ক্লাস্টার ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে আশুলিয়া এলাকায় একমাসব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায় করে সংগঠনটি।
এছাড়াও দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতার জন্য প্রচার অভিযান চালানো হয় এবং স্থানীয় হোটেল ও জনগনের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও কমিউনিটির জনগন অংশগ্রহণ করেন।
দিবস উদযাপনের অংশ হিসেবে আশুলিয়ার হাজী নুরুল হক মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ভেজাল সামাজিক সুরক্ষা কর্মসুচীতে বরাদ্ধ বৃদ্ধি ও খাদ্যসহ নিত্য প্রয়োজীয় দ্রব্যাদির মুল্য কমানোর দাবীতে মানবন্ধন করা হয়। এতে স্কুলের শিক্ষর্থীদের পাশাপাশি কমিউনিটির জনগন অংশগ্রহণ করে।
মানববন্ধনে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারী সামাজিক সুরক্ষা কর্মসুচীতে বরাদ্ধ বৃদ্ধির জন্য আহবান জানানো হয় এবং নিত্যপন্যের দাম সহনীয় রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ভেজাল খাদ্য প্রতিরোধ করার জন্য স্কুল-কলেজ, পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান বক্তারা।
শেষে দিবসটি উপলক্ষে স্টুডেন্ট ফোরামের উদ্যোগে সচেতনতামুলক নাটিকা প্রদর্শন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available