• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:০২ (12-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:০২ (12-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস‌ পালিত

৫ জুন ২০২৪ দুপুর ১২:১৮:১২

মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস‌ পালিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) 'করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা'  প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস‌ ২০২৪ পালিত হয়েছে।

৫ জুন বুধবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে র‌্যালির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. উমর ফারুক, বিভাগের চেয়ারম্যান ড. এএসএম সাইফুল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জেনে নিন তেঁতুলিয়া নামকরণের ইতিহাস
১২ এপ্রিল ২০২৫ দুপুর ০২:০৬:৪৭