মানিকগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিযে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৫ জুন বুধবার আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
এবারের দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।
মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:তরিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. ইউসুফ আলী, আকিজ টেক্সটাইল মিলের ম্যানেজার (এইচআর-এডমিন) মো. আলতাফ হোসেন, ডেরা রিসোর্টের সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক, মুন্নু ফেব্রিক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ-প্রশাসন) মোহাম্মদ বাবুল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটানোর ক্ষমতার সঙ্গে আপস না করে বর্তমানের চাহিদা পূরণ করে এমন সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। এর জন্য পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণে একটি মৌলিক পরিবর্তন প্রয়োজন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available