• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

৫ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:৫৭

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে।

৫ জুন সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সামন থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।

পরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুর রহমান। সভা পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

এসময় আরও বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহসান রহিম মঞ্জিল, নীলফামারী জেলা পরিবেশ সংরক্ষণ ও  শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি এবং দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলাকে দায়ী করেন । তারা এক্ষেত্রে প্লাস্টিক পণ্যের ভয়াবহতার কথা তুলে ধরেন। তারা বলেন, প্লাস্টিক পণ্য পঁচে না এবং এর মাধ্যমে পরিবেশের বিপর্যয় ঘটে। তাই পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের ক্ষতি সাধন করে। এ ক্ষতি থেকে বাঁচতে আমরা কীভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি বিকল্প জিনিস ব্যবহার করতে পারি, সেদিকে আলোকপাত করেন তারা।

পরিবেশের বিপর্যয় রোধ করতে নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহারসহ কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ গ্রহণ ও বেশি বেশি বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপও করেন বক্তারা।

পরে অতিথিরা শিশু-কিশোরদের পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় এবং পরিবেশ উন্নয়নে অবদান রাখায় দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিনসহ ৩ জনকে বিশেষ পরিবেশ সন্মাননা পুরস্কার তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩