নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর গ্রিন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্ব একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্তর ও রাস্তা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, শিক্ষক তাঁর শিক্ষা আদান-প্রদানের মাধ্যমে আদর্শ জাতি গঠনে ভূমিকা পালন করেন। শিক্ষাই আলো আর এই আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন শিক্ষকগণ। প্রকৃত শিক্ষাই জাতির উন্নয়নের নিয়ামক। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলছি।
তিনি আরও বলেন, বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ আজ নিউক্লিয়ার ক্লাবে যোগাদান করেছে, যা শিক্ষা ও গবেষণার সমন্বিত প্রয়াস বটে। তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।
এসময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সিনিয়র প্রফেসর মুহাম্মাদ মনসুরর রহমান, অধ্যাপক আবদুল হাই শিকদার, ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমদ, অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available