• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০০:০৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০০:০৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিদেশে থাকা ছেলেকে টাকা দিতে না পারায় বিষ পানে বাবার মৃত্যু

৮ জুন ২০২৪ সকাল ০৯:২৫:৩৬

বিদেশে থাকা ছেলেকে টাকা দিতে না পারায় বিষ পানে বাবার মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের দিনমজুর জমির আলী ওরফে কাজল। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় ১১ মাস আগে ভিটেমাটি বিক্রি করে দালালের মাধ্যমে ছেলেকে পাঠিয়ে ছিলেন মালোশিয়ায়।

আশা ছিল, ছেলে সেখানে কাজ করে ভালো আয় করে দেশে বাবা-মায়ের কাছে টাকা পাঠাতে পারবে। এতে দুঃখ ঘুচবে তাদের। কিন্তু সেই আশায় গুড়েবালি পড়েছে তাদের।

মালয়েশিয়ায় যাওয়ার পরপরই ছেলে জানায়, দালাল তাকে ভুয়া ভিসায় এখানে এনেছে। তাই ভালো কোনো কাজ নেই। উল্টো থাকা-খাওয়ার জন্য দেশ থেকে কয়েকবার ছেলের জন্য টাকা পাঠাতে হয় কাজলকে।

গত ১০ দিন আগে ফোন করে ছেলে জানায়, ‘এক লক্ষ টাকা পাঠাতে হবে। না হলে তাকে জেলে যেতে হবে। তাই যে করেই হোক বাবাকে ম্যানেজ করে টাকা পাঠাতে বলে।’

এই সংবাদ পাওয়ার পর থেকে দিনমজুর বাবা প্রতিবেশী, আত্মীয়-স্বজন সকলের কাছে ধারে কিংবা সুদে টাকা চেয়েও কোনো ব্যবস্থা করতে পারেননি। অবশেষে মনের কষ্টে গত ৩ জুন বিষ পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ৩ জুন কাউনিয়া মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অবশেষে রংপুর থেকে ৭ জুন শুক্রবার সন্ধ্যার দিকে তাকে বাসায় নিয়ে আসা হলে আবারও গুরুতর অসুস্থ হয়ে তার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমরা তার বিশ পানে মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৬:২৮

তেঁতুলিয়ায় সড়কবিহীন সেতু নির্মাণ
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৫:১০



দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৭:৪৬:১২