• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৬:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৬:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইউনিয়ন পরিষদের পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ

৬ আগস্ট ২০২৩ সকাল ০৮:৩৩:৩৯

ইউনিয়ন পরিষদের পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় বিষমুক্ত সবজি চাষ করে তাক লাগিয়েছেন পরিষদের কর্মচারীরা। পরিষদে দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে প্রায় চার শতক পতিত জমিতে হরেক রকম শাক-সবজি ও ফলের গাছ লাগিয়েছেন তারা।

বাগানের অনেকটা জায়গাজুড়ে লাগানো হয়েছে বিভিন্ন জাতের পেঁপে গাছ। সাথে পরিষদ ভবনের ছাদে মাটির টবে লাগানো হয়েছে সাড়ি-সাড়ি মরিচের চারা। এছাড়াও রয়েছে লাউ, কুমড়ো, কাঁচামরিচ, আদা, রসুন, বেগুন, লেবু, লাল শাক, কলমি শাকসহ প্রায় ১০ ধরনের সবজি।

ইউনিয়ন পরিষদ কর্মচারীরা জানান, নিজেদের পরিশ্রমে গড়ে তোলা বাগানে বিভিন্ন ধরনের শাক-সবজি লাগানো হয়েছে। নিয়মিত পরিচর্যায় ইতোমধ্যে বাগানে ফলন আসতে শুরু করেছে। যা তাদের চাহিদার অনেকাংশই মেটাচ্ছে।

সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, পরিত্যক্ত জায়গাটি অনেক নিচু ছিলো। চার মাস আগে প্রধানমন্ত্রীর পতিত জমিতে সবজি চাষের নির্দেশনায় ইউপি সদস্যদের সাথে আলোচনা করে নিজেদের উদ্যোগে পতিত জায়গাতে মাটি ভরাট করে সবজি বাগান গড়ে তোলা হয়েছে। দেশের সকল ইউনিয়ন পরিষদেই যদি এরকম উদ্যোগ নেওয়া যায় তাহলে দেশের সবজি চাহিদা অনেকটাই পূরণ হবে বলে মনে করেন তিনি।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, পরিষদে শাক-সবজি আবাদে শুরু থেকেই কৃষি অফিস প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। বর্তমানে দু’জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিষদে চাষের বিষয়টি দেখভাল করছেন।

প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা লোকজন কৃষিবান্ধব পরিবেশ দেখে মুগ্ধ হচ্ছেন। ইউনিয়ন পরিষদকে এমন সবুজ রূপ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছেন ইউপি চেয়ারম্যানসহ পরিষদের সবাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩