নিজস্ব প্রতিবেদক: ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ক্যাডার পদে আপাতত নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। স্থগিত থাকছে ৯৯ জনের ফল। ১৫ অক্টোবর মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তাতে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার ও ৬৪২ জনকে নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়েছিল। সে হিসেবে ক্যাডার পদে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে ৯৯ জনের ফলাফল স্থগিত রয়েছে।
২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরের বছরের ২৯ অক্টোবর আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নেন। ২০২২ সালের ২০ জানুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশিত হয়।
এতে ১৫ হাজার ২২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। একই বছরের জুলাইয়ে ৪৩ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে মোট ৯ হাজার ৮৪১ জন উত্তীর্ণ হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available