শেরপুর প্রতিনিধি: শেরপুরে নারী শিশু আদালতের এজলাস কক্ষে ধর্ষণ মামলার আসামির সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছে। এরপর বিচারক আসামিকে জামিন দেন। ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহার রুমির আদালতে এ ঘটনা ঘটে।
ধর্ষণ মামলার আসামি মো. হাইয়ুল ইসলামের বাড়ি শেরপুর শহরের বাগরাকসা মহল্লায়। সে একজন শিক্ষার্থী। আর ভুক্তভোগী তরুণীর বাড়ি চাপাতলি মহল্লায়।
আদালত সূত্রে জানা যায়, ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। বিচারকের নির্দেশে দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতে বিয়ে পড়ান কাজি আবুজর মো. আল-আমীন।
বিয়ে শেষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান বিচারক কামরুন নাহার রুমি। পরে বিচারক আসামির জামিন মঞ্জুর করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available