• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:২৬:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:২৬:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধানের বীজতলার জন্য বিখ্যাত কিশোরগঞ্জের চারিয়া গ্রাম

৯ আগস্ট ২০২৩ দুপুর ১২:৫১:৫৭

ধানের বীজতলার জন্য বিখ্যাত কিশোরগঞ্জের চারিয়া গ্রাম

মোবারক হোসেন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: চারদিকে সবুজ বীজতলার দৃশ্য দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যায়। সারি সারি বীজতলায় ধানের চারা পাহাড়া দিচ্ছেন স্থানীয় কৃষকরা। গরু-ছাগল যেনো নষ্ট করতে না পারে ধানের বীজতলা, এজন্য সতর্কাবস্থায় রয়েছেন তারা। দূরদূরান্ত থেকে কৃষকরা আসছেন ধানের চারা ক্রয় করতে।

এমন দৃশ্যের দেখা মিলে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মাঠে। উঁচু জমি হওয়ায় বর্ষাকালেও পানি ওঠে না এখানে। পার্শ্ববর্তী জেলা নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এখানে ধানের চারা ক্রয় করতে আসেন। এখানে গন্ডা প্রতি ৩০০-৪০০ টাকা করে জমি ভাড়া দেওয়া হয় বীজতলা তৈরির করার জন্য। প্রায় ২০ একর জমিতে ধানের বীজতলা তৈরি করে চারা বিক্রি করা হয়।

এখন কৃষকরা বীজতলা থেকে ধানের চারা উত্তোলনে সময় পার করছেন। আশানুরূপ বৃষ্টি হওয়ায় সস্তি আছেন আমন চাষিরা। তারা এখন জমি প্রস্তুত করছেন চারা রোপণের জন্য।

এ বিষয়ে কৃষক ফাইজুল ইসলাম বলেন, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে জালা (ধানের চারা) কিনতে এখানে আসে লোকজন। এখানে পানি না ওঠায় এবং জমির উর্বরতা থাকায় আমন ধানের চাষের জন্য বিভিন্ন রকম ধানের চারা বিক্রি করা হয়।

অপর কৃষক শাজাহান বলেন, নিজেদের চাহিদা মেটানোর পরেও আমরা ধানের চারা দূরের মানুষদের কাছে বিক্রি করে থাকি।

উপজেলা কৃষি কর্মকর্তা এ বিষয়ে বলেন, চারিয়ার জমিগুলো উর্বর ও অনকূল পরিবেশ থাকায় এখানে ধানের বীজতলার একটা বিরাট সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩