বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডা. শেখ বনি আমিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
৯ মার্চ রোববার জোহর নামাজ বাদ উপজেলার সাতশৈয়া পল্লীমঙ্গল সমিতি মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আলহাজ ডা. শেখ বনি আমিনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড-অব-অনার প্রদান করা হয়। এসময় তার কফিন জাতীয় পতাকা দিয়ে আবৃত করে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিরা। এসময় বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরাসহ রাজনৈতিক মহলের বহু মানুষ উপস্থিত ছিলেন।
সমাজ সেবক শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা ডা. শেখ বনি আমিন গত শুক্রবার (৭ মার্চ) সকাল নয়টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর। তিনি ব্যক্তিগত জীবনে তিন কন্যা ও দুই পুত্রের জনক।
এ গুণীজনের মৃত্যুতে জন্মস্থান সাতশৈয়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। চিকিৎসক হওয়ায় তিনি রাজধানী ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তবে গ্রামের সঙ্গে ছিল তার নিবীড় সম্পর্ক। নিজ গ্রাম সাতশৈয়ায় হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার দশরাস্তা মোড় এলাকায় ডা. বনি আমিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তহস্তে দান করতেন। মুক্তিযোদ্ধা আখতার বানু মাতৃসদন প্রতিষ্ঠিত অন্যতম প্রতিষ্ঠান।
তাকে শেষ বারের মত দেখতে ছুটে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কাছে দূরের অসংখ্য মানুষ। পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available