রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বুধবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শান্তি শোভাযাত্রাটি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু করে কাপ্তাই সড়কের থানা সদর, রোয়াজারহাট, ঘাটচেক ও ইছাখালি হয়ে উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় সুসজ্জিত গাড়ি এবং রঙ-বেরঙের ধর্মীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষরা অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাস্থবির। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান মেহেবুব।
উদ্বোধক ছিলেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তমানন্দ থের। ধর্মদেশক ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দশ্রী ভিক্ষু, অর্থ সম্পাদক সত্যানন্দ স্থবির।
উদযাপন পরিষদের প্রকাশনা সচিব সুজিত তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উদযাপন পরিষদের যুগ্ম সমন্বয়কারী পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতা সুদত্ত বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া সতু, পলাশী মুৎসুদ্দী, সুব্রত বড়–য়া, শিক্ষক অরুণ বড়ুয়া, ছোটন বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া কাবুল, শুক্লা মুৎসুদ্দী, সমীর বড়ুয়া শিমুল, শিক্ষক অসীম বড়ুয়া, দোলন বড়ুয়া, সোহেল তালুকদার, যতীশ কুমার বড়ুয়া, তরুণ বড়ুয়া, চন্দন বড়ুয়া, পঙ্কজ কুসুম বড়ুয়া, বিপন বড়ুয়া, প্রবীর মুৎসুদ্দী জুয়েল, ক্লিনটন বড়ুয়া, পিয়তোষ বড়ুয়া প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available