রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙমাটি জেলার রাজস্থলীর ঘিলাছড়ি ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নির্মিত হয়েছে বুদ্ধমূর্তি। যার উচ্চতা ৪৫ ফুট। ধ্যানরত অবস্থায় এ পার্বত্যাঞ্চলে এতবড় বুদ্ধমূর্তি আর নেই বলে দাবি করেছেন এলাকাবাসী।
রাজস্থলীতে ৪৫ ফুট উঁচ নির্মাণাধীন ধম্মাবিজয়া বুদ্ধ প্রতিমূর্তিতে অষ্টধাতু প্রতিস্থাপন অনুষ্ঠান ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টায় সুবর্ণ মৈত্রী বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধ বিহারের ব্যবস্থাপনায় ধম্মাবিজয়া বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা পরিষদের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উঃ কিত্তিমা মহাথেরো।
এছাড়াও প্রাজ্ঞ পণ্ডিত পূজনীয় ভিক্ষু সংঘ, জনপ্রতিনিধিসহ হাজার হাজার দায়ক দায়িকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকাল থেকে সমবেত বন্দনা ও পঞ্চশীল গ্রহণ, ত্রিপিটকপাঠ, বিশ্বশান্তির কামনায় পরিত্রাণ সূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন। পরে ধম্মাবিজয়া বুদ্ধ মূর্তিতে অষ্টধাতু স্থাপন, ধর্মীয় দেশনা ও দানীয় সামগ্রী উৎস্বর্গ করা হয়।
এ সময় রাজস্থলী মৈত্রী বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো বুদ্ধমূর্তি নির্মাণের খরচ প্রসঙ্গে বলেন, কেবল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ নয়, হিন্দু, খ্রিস্টান, রাজনীতিবিদ সবার দানের টাকায় এই বুদ্ধমূর্তি গড়ে তোলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান আর্শিবাদক লংগদু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ সুমনা মহাথেরো বলেন, ধ্যানরত বুদ্ধমূর্তির অনেক গুরুত্ব রয়েছে বৌদ্ধধর্মে। দেশে ধ্যানরত অবস্থায় এত বড় একটি বুদ্ধমূর্তি নির্মাণ অত্যন্ত গৌরবের। নতুন এই বুদ্ধমূর্তি পর্যটনেও ভূমিকা রাখবে। দেশ-বিদেশের অনেক পর্যটক আসবেন এটি দেখতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available