• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ১১:১০:০৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ১১:১০:০৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

২৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:১৮:২৩

২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

লালমনিরহাট প্রতিনিধি: দাম পুনর্নির্ধারণ ও ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখার দাবিতে ২২ দিন বন্ধ রাখার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পুনরায় পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। উভয় দেশের ব্যবসায়ীদের সাথে সমন্বয়ে সমঝোতা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন তারা।

২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

এর‌ আগে বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারত এবং ভুটানের তোর্শা ও স্টোন বোল্ডার পাথর ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে রপ্তানিযোগ্য দুই প্রকার পাথরের দাম পুননির্ধারণের দাবিতে বাংলাদেশের আমদানিকারকেরা পাথর আমদানি বন্ধ রাখেন। ব্যবসায়ীদের দাবি, পাথরের নির্মাণকাজ ও চাহিদা কমে যাওয়ায় বেশি দামে পাথর আমদানি করে ক্ষতির মুখে পড়ছেন তারা। এই লোকসান থেকে বাঁচতে পাথরভেদে দাম প্রতি মেট্রিক টন ২ থেকে ৩ ডলার কমানোর প্রস্তাব দিয়ে ওই দুই দেশের ব্যবসায়ী সংগঠনকে কয়েকদফা চিঠি দেন আমদানিকারকরা। তবে রপ্তানিকারক ও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ইতিবাচক সাড়া না পাওয়ায় গত ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এতে ক্ষতির মুখে পরে দুই উভয় পক্ষ। পাথর ভাঙা ও  লোড-আনলোডের কাজ না থাকায় বেকার হয়ে পড়ে শ্রমিকরা। কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় উভয় দেশের সরকার। এর প্রেক্ষিতে বুড়িমারী স্থলবন্দর পাথর আমদানিতে পাথরের যৌক্তিক দর ও বাজার মনিটরিং করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে গিয়ে পাথর আমদানি আনুষ্ঠানিকভাবে চালু করেন। এর  ফলে ২২ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি পুনরায়  শুরু করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
৫ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫৯:১৩




সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৬:২৮

তেঁতুলিয়ায় সড়কবিহীন সেতু নির্মাণ
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৫:১০



দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৭:৪৬:১২