• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩০:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩০:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

৬ জুন ২০২৪ সকাল ০৯:০৫:৪২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বৃক্ষ। সৃষ্টিকর্তা প্রদত্ত এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমাণ। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য।

৫ জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এ সময় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির  ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট সাব্বির হোসাইন।

ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট বলেন, দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণ করতেই হবে। পলিথিনের ব্যবহার কমিয়ে পাটপণ্যের ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে এখন থেকেই আমাদের সকলের সচেতন হওয়া উচিত।

সাব্বির হোসাইন আরও বলেন, আমি আশা রাখি এমন মহৎ কাজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসবে। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সারাদেশের সকল শিক্ষার্থীদের উচিত গাছ লাগানো কর্মসূচিতে অংশগ্রহণ করা।

এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি গোলাম সাব্বির সাইফ, জয়েন সেক্রেটারি ফায়েজুর রহমান ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩