রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্যা স্কলারস্ ফোরামের আয়োজনে ‘দ্যা স্কলার বৃত্তি’ পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়ামে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দ্যা স্কলারস ফোরাম রাঙ্গুনিয়ার আহবায়ক শিক্ষক আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দিদার আলম।
প্রধান বক্তা ছিলেন শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক মো. দিদারুল আলম।
স্কলারস ফোরামের সদস্য সচিব কাজী আহসান উদ্দিন ও শিক্ষক মোহাম্মদ শাহ্ শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশলী মোহাম্মদ লোকমান হাকিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিকে লিটন চৌধুরী ও রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র লোকমানুল হক তালুকদার।
আরও বক্তব্য দেন শিক্ষক নেতা মো. ইউসুফ, দ্যা স্কলারস্ ফোরাম রাঙ্গুনিয়ার যুগ্ম আহবায়ক কালুশাহ্, যুগ্ম সদস্য সচিব মো. নবীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইন, সদস্য টিটু সেন, মোহাম্মদ খোরশেদ আলম, জালাল উদ্দিন, আজগর হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, বৃত্তির প্রধান পৃষ্ঠপোষকের প্রতিনিধি প্রবাসী মো. ইউসুফ আলী প্রমুখ।
আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত প্রায় ১০০ জনকে শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available