• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই পৌষ ১৪৩১ সকাল ০৯:৩৩:০০ (28-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই পৌষ ১৪৩১ সকাল ০৯:৩৩:০০ (28-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই: বেবী নাজনীন

১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩১:৩৯

আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই: বেবী নাজনীন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগীত শিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। ৩০ নভেম্বর শনিবার তাঁর জন্মভূমি সৈয়দপুরের মাটিতে পা রেখেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশ আমাদের সবার। আমাদের দেশের প্রতি ভালোবাসা চিরন্তন।

সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে সেখানে অবস্থানরত বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দর্শনার্থীরা তাঁকে স্বাগত জানান। এ সময় অনেকেই তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। বেবী নাজনীন হাত নেড়ে নেতা–কর্মীদের অভিবাদনের জবাব দেন।

পরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলে বেবী নাজনীন বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। বিএনপির সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকব।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বেবী নাজনীন বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই।

এ সময় সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখার সহসভাপতি ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় বেবী নাজনীন। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। সেদিন তিনি বলেছিলেন, বিমান থেকে নেমেই বুকভরে নিশ্বাস নিয়েছি। যে নিশ্বাসটা অতি আদরের, গভীর ভালোবাসার। এটা বহুদিন পাইনি। এই না পাওয়ার যন্ত্রণা যে কী, সেটা আজকে পাওয়ার পরে আরও বেশি বুঝতে পারছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তীব্র শীতে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত
২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩০:৫০







আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
২৭ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১২:৫৬

বাগেরহাটে ফেনসিডিল-বিদেশি মদসহ যুবক আটক
২৭ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০২:৩৬

কালীগঞ্জে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
২৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:১৮