আরবাজ রুমান, বেরোবি প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারি বাঙালী জাতির জীবনে একটি গৌরবময় দিন। আজকের এই দিনে বাংলার দামাল ছেলেরা রাজপথে নেমেছিলো নিজেদের মাতৃভাষা বাংলার জন্য। নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে তারা এই ভাষাকে রক্ষা করেছিলো। সেই প্রথম কোন জাতি তাদের মাতৃভাষার জন্য রাজপথে রক্ত ঝরিয়েছিলো। আমাদের এই দেশকে স্বাধীন করা আর নিজেদের অধিকার আদায়ের সূচনাই হয়েছিলো ১৯৫২ সালের এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে।
ভাষার মাস ও মাতৃভাষা নিয়ে নিজেদের ভাবনা ও চেতনার কথা জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েকজন শিক্ষার্থী।
বেরোবি শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরা হলো-
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মুকুল বলেন, ভাষা বেঁচে থাকে চর্চার মধ্য দিয়ে। চর্চার অভাবে পৃথিবীর অনেক ভাষা হারিয়ে গেছে। বাংলা বাঙালির আবেগ, ইতিহাস আর ঐতিহ্যের ভাষা। অথচ বর্তমান তরুণ প্রজন্মের কাছে এই ভাষা অনেকটা সেকেলের পথে। তরুণ প্রজন্ম বিদেশি ভাষা ও অপসংস্কৃতি গ্রহণ করতে গিয়ে, বাংলা ভাষাকে অবহেলা করেই চলছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদুরী খাতুন বলেন, আমার প্রথম পরিচয় আমি একজন বাঙালি । আমার ভাষা বাংলা। ভাষা হলো মানুষের ভাব প্রকাশের মাধ্যম । পৃথিবীতে অনেক ভাষা বিদ্যমান থাকলেও সেইসব ভাষায় মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না । এই বাংলাকে মাতৃভাষার রূপ দিতে গিয়ে ১৯৫২ সালে ফেব্রুয়ারি মাসে প্রাণ দেন বাংলার দামাল ছেলেরা। রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা অনেকে ।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, ভাষার মাস বাঙালির গৌরবের মাস, রক্ত বিজড়িত এ মাসে বাংলার দামাল ছেলেদের বুক ঝাঁঝরা করে দিয়েছিলো পাকিস্তানি দস্যুদল। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা।
ছাত্রজনতার আত্নত্যাগের বিনিময়ে যে ভাষা অর্জিত হয়েছে তা শুধু মাত্র বাঙালির গৌরবময় ইতিহাস নয় এটি বিশ্ব মহলের গৌরবময় ইতিহাস।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আফসানা ইসলাম আর্নিকা বলেন, আজকের এই দিনে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো। ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন। বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। তাদের জন্যই আমরা মন খুলে বাংলা ভাষা বলছি ও লিখছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available