বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাবেরেটরির উদ্বোধন করা হয়েছে।
৪ জুন মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের গ্যারেজ রোডে নতুন একতলা ভবনসহ এই ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফেরদৌস রহমান, বহিরাঙ্গন কার্যক্রম দফতরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিমসহ ইইই বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেকানিক্যাল ল্যাব উদ্বোধনের ফলে এখন থেকে ইইই বিভাগের শিক্ষার্থীরা বড় পরিসরে ল্যাবরেটরিতে ব্যবহারিক কার্য সম্পাদন করতে পারবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available