নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে জাপানের একটি কোম্পানি যৌথভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।
৩০ মে বৃহস্পতিবার তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ হবে। জাপান জানিয়েছে, তাদের একটি কোম্পানি এই কাজটি করতে চায়। তবে কে করবে- সেই নামটি এখনো আমাদের জানায়নি। আমি আশা করবো, জয়েন্ট ভেঞ্চার হলে লাগেজ হ্যান্ডেলিং ব্যবস্থা আরও উন্নত হবে।
তিনি বলেন, উড়োজাহাজ থেকে নামার সঙ্গে সঙ্গে লাগেজ হাতে চলে আসে না। এটি পৃথিবীর কোথাও হয় না। আমাদেরও সমস্যা ছিল, তা উন্নত করেছি। প্রথমটা লাগেজ পেতে ১৫ মিনিট লাগছে। সর্বশেষটা ৪০ মিনিটে পাওয়া যাচ্ছে। এজন্য বেশকিছু নতুন ইকুইপমেন্ট আনা হয়েছে। আরও আনা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞা, বেবিচকের সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available